হারিয়ে যাওয়া তনু

একটি তারকা খসে গেছে দেখ

আকাশের বুক চিড়ে,
শত ডাকলেও ফিরবে না আর
দুখিনি মায়ের নীড়ে।

তারও মনে ছিল স্বপ্ন হাজার
করবে বিশ্ব জয়,
কভু কি জানত এভাবেই হবে
জীবনের পরাজয়...?

নরখাদকের লোলুপ দৃষ্টি
কেড়ে নিল তার প্রাণ,
ছুড়ে ফেলে দেওয়া তার শব পেয়ে
শকুনেরা নেয় ঘ্রাণ।

আর কতকাল নারীদেহ নিয়ে
চলবে ব্যবচ্ছেদ,
কভু কি সমাজ ভাঙবে না এই
মানুষের ভেদাভেদ?

ঘুমিয়ে থেকো না বাঙালি জনতা
এইবার ধরো হাল,
সকল জড়তা, গ্লানি মুছে তোলো
নতুন দিনের পাল।

(তনু হত্যার বিচার হোক এই কামনাই করি)

শাহীন আক্তার: জাপানের কানাগাওয়া কেনপ্রবাসী।