সময়

সময়টা যেন ছুটে চলেছে এক পাগলা ঘোড়ার মতো,

আমারই আঙিনা দিয়ে—
জাংলার ওপর ছড়িয়ে থাকা—
লাউ পাতাটির ফোকর গলিয়ে!
দিগন্ত জুড়ে শুয়ে থাকা—
ফসলের মাঠটি ডিঙিয়ে।

সময় নেই তার তাকিয়ে দেখা—
মাটিতে লুটিয়ে পড়া ক্রন্দসী ওই ধর্ষিতা বালিকাটির দিকে!
দাম্ভিকতার খোলস জড়িয়ে শুধু ছুটেই চলেছে—
খরস্রোতা মাতাল নদীটির মতো!

বুকের মাঝে জমে থাকা ভালোবাসাগুলোও—
ছোট ছোট ফেনা হয়ে তলিয়ে যাচ্ছে—
সাগরের বুকে—
ওই সময়েরই হাত ধরে!

(লেখিকা কম্বোডিয়ার নমপেনপ্রবাসী)