তোমারই জন্য

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমার সকালটা হয়ে যায়,
স্নিগ্ধতায় মুখর—

সে তোমারই জন্য!
গনগনে দুপুরটা হয়ে যায়—
একপশলা বৃষ্টি—
সেও তোমারই জন্য!
বিকেলটা হয়ে যায়—
সাত রঙে আঁকা যেন এক রংধনু—
সেতো তোমারই জন্য!
যে মায়ায় গোধূলি—
আমাকে জড়ায়—
সেও তোমারই জন্য!
আমার রাতটা হয়ে ওঠে,
স্বপ্নময়—
সেও তো বন্ধু তোমারই জন্য!!

*লেখিকা কম্বোডিয়ার নমপেনপ্রবাসী।