চীনের ছেংদুতে বৈশাখী মেলা ও প্রদর্শনী

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংদুতে বাংলাদেশি শিক্ষার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মিলনমেলা ও বাংলাদেশি ক্ষুদ্রশিল্প প্রদর্শনী। মিলনমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশি ও বিদেশি মিলে প্রায় ৪০০ জন। বাংলা নববর্ষের প্রথম দিন (পয়লা বৈশাখ) সকালের এই অনুষ্ঠান সাড়া ফেলে স্থানীয়দের মধ্যেও।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

সাউথ ওয়েস্ট জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর মিলনায়তনে আয়োজিত এই বৈশাখী মিলনমেলায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সংস্কৃতির হারিয়ে যাওয়া ও চলমান নানা উপাদান। প্রদর্শনীতে বাংলাদেশি বাদ্যযন্ত্র, পিঠা, নববর্ষের মিষ্টান্ন, বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, পর্যটন পোস্টারসহ নানা কিছু প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বাংলাদেশের পরিচিতি, পর্যটন ও পয়লা বৈশাখ নিয়ে নির্মিত ভিডিওচিত্র।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাউথ ওয়েস্ট জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান, সিচুয়ান প্রদেশের কয়েকজন ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের চীনা শিক্ষার্থী পু হোং। এই নামের বাংলা অর্থ আনিকা তাহসিন। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ ও তার হাজার বছরের পুরাতন ভাষা ও ঐতিহ্যের গল্প।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

অনুষ্ঠানে আগত অতিথিদের পরিবেশন করা হয় বৈশাখের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ, জিলাপি, রাজভোগ, রসগোল্লা, কাউনের পায়েস, লাড্ডু, কালোজাম, গোলাপজাম, মসুর ডালের খিচুড়ি ও লেবুর শরবত ইত্যাদি। ৬টি মনোরম স্টলের মাধ্যমে সাজানো মিলনায়তনটিতে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে ওঠে বাংলার মৃৎশিল্প প্রদর্শনী। অন্যান্য স্টলে ছিল ঢোল, বাঁশি, একতারা, ডুগডুগি ও দোতারাসহ নানান বাদ্যযন্ত্র, রকমারি খাবার ও আবহমান বাংলার নারী-পুরুষের ঐতিহ্যবাহী গ্রামীণ পোশাক।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

অতিথিদের সবাইকে ঘুরে দেখানো হয় সব কটি স্টল। বাংলাদেশি শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের উৎসুক নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে বাংলার বাউল, ভাটিয়ালি, রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিসহ আবহমান বাংলার অন্যান্য গান এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের কয়েকজন মঞ্চে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাউথ ওয়েস্ট জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক ছাত্র সংসদের সভাপতি বাংলাদেশি শিক্ষার্থী সুদীপ্ত সজল খাঁ ।
ছেংদুতে বাংলাদেশি ছাত্র সংসদের ব্যানারে সফল এই আয়োজনের সংগঠক ছিলেন রাশেদা বেগম, শাকিল আহমেদ. বাপ্পারাজ চন্দ্র দাস, তাকবিরুল রাফসান, আরিফুল ইসলাম, খাজা মাঈনুদ্দিন ও নিগরান ইসলাম মিজান। মিডিয়া প্রচারের

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

দায়িত্বে ছিল জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন চ্যানেল জেডিটিভি।

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য