প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন নতুন প্রতিষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য
উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য

প্যারিসের অভিজাত এলাকা বলে খ্যাত মোনপান্নাস টাওয়ারের পাশে সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন ইনফরমেটিক প্রতিষ্ঠান ক্যাশ টেলিকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত বুধবার (১৭ মে) এই প্রতিষ্ঠানের কার্যালয় উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বহুল পরিচিত ইনফরমেটিক ব্যবসায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করেন প্রবাসীরা।

বিপুলসংখ্যক প্রবাসী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ফ্রান্সে এখন শুধুমাত্র বাংলাদেশি অধ্যুষিত এলাকাতেই বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য সীমাবদ্ধ নয়। ফরাসিদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও এগিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ভিনদেশের এ সংস্কৃতিতে আমাদের অবস্থান আমাদেরই তৈরি করতে হবে। তিনি ফরাসি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আরও বলেন, সমবায় পদ্ধতিতে সততা ও পরিশ্রমের মধ্য দিয়ে চেষ্টা করলে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিকে পেছনে ফেলতে সময় লাগবে না।
উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।