কুয়ালালামপুরে ছিনতাইকারীর হামলায় বাংলাদেশি নিহত

মো. লোকমান হাকিম
মো. লোকমান হাকিম

কুয়ালালামপুরে ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন মো. লোকমান হাকিম (২৩) নামে প্রবাসী এক বাংলাদেশি যুবক। গত রোববার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বুকিত বিনতাং পেভেলিয়ন শপিংমল থেকে কাজ শেষে বাসায় ফেরার সময় শপিংমলের পাশেই স্থানীয় ছিনতাইকারীর হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মারা যান।

নিহত লোকমান হাকিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের রফিক আহমদের ছেলে। রাতে তার নাম-ঠিকানা জানা না গেলেও সোমবার প্রবাসী বাংলাদেশি জহিরুল ইসলাম তার ফেসবুকের মাধ্যমে লোকমানের পরিচিতজনের কাছ থেকে নাম-ঠিকানা পান।
লোকমানের মরদেহ স্থানীয় ডাংওয়াংগি থানার মর্গে রাখা হয়েছে। জানা গেছে, মরদেহ দেশে পাঠানোর জন্য তার মালিক নিজেই এগিয়ে এসেছেন। লোকমান স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন। পরবর্তীতে বৈধ কাজের ভিসায় পেভেলিয়ন শপিংমলে কাজ করতেন। জীবন বিমা নিষ্পত্তি ও অন্যান্য কাগজ-পত্রের কাজ সম্পন্ন করে শিগগিরই তার মরদেহ দেশে পাঠানো হবে।
লোকমানের চাচাতো ভাই মহিউদ্দিন মাহিন দেশ থেকে এই লেখককে জানান, লোকমানের মরদেহ দেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তিনি জানান, লোকমানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না।
উল্লেখ্য, এ নিয়ে গত এক সপ্তাহে মালয়েশিয়ার ভিন্ন ভিন্ন স্থানে তিনজন বাংলাদেশি নিহত হলেন।