আমার ঈদ

ছোটবেলায় আমরা বেড়ে উঠেছি একান্নবর্তী পরিবারে। আমার দাদু ছিল, চার চাচা–চাচি, চাচাতো ভাইবোন সব মিলিয়ে ৫০ জনের পরিবার। তখনকার ঈদের মজাও ছিল অন্য রকম। একান্নবর্তী পরিবার এখন টুকরো টুকরো। সময়ের স্রোতে আমরাও একেকজন পৌঁছে গেছি একেক জায়গায়। এক ঈদে সবাই এক হয়। দেখাদেখি মেশামিশি হয়, কী আনন্দ লাগে!
দুপুরে আমরা সবাই একসঙ্গে বসে খাই।

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম