সিডনিতে বাংলাদেশি কয়েকটি সংগঠনের সাম্প্রতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার মতবিনিময়
বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার মতবিনিময়

ঐতিহ্যগতভাবেই জাতি হিসেবে বাঙালিরা ভীষণ সামাজিক ও সংস্কৃতিমনা। ব্যস্ততার মধ্যেও সামাজিক কাজ কিংবা আনন্দ আয়োজনে মেতে উঠতে কার্পণ্য নেই। দেশ ছেড়ে প্রবাসে আরও বহুগুণে বেশি টান বাঙালিদের। তাই অস্ট্রেলিয়া থাকা বাঙালি কমিউনিটি প্রায়শই আয়োজন করে থাকেন নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের। কখনো আমন্ত্রণ করা হয় দেশবরেণ্য সাহিত্যিক-শিল্পী আবার কখন বুদ্ধিজীবী-রাজনীতিবিদদের। তারই ধারাবাহিকতায় গত কিছুদিনে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো অনুষ্ঠান।

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গত ৯ জুলাই রোববার বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া সিডনির রকডেলের এক রেস্টুরেন্টে অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলার পঁচিশ বছর পূর্তি উদ্‌যাপন পরবর্তী এক মতবিনিময় সভা আয়োজন করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে।
এই মতবিনিময়ে বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি শেখ শামীমুল হকসহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ
হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ

হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ

গত ৮ জুলাই শনিবার সিডনির মারানা অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ’ নামে সংগীতানুষ্ঠানের। বাবা নন্দিত পপস্টার ফেরদৌস ওয়াহিদকে সঙ্গে নিয়ে জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ দর্শক-শ্রোতা মাতান জনপ্রিয় বাংলা গানে। এই সংগীতসন্ধ্যার আয়োজন করে বাংলাদেশি আইডল সিডনি। অনুষ্ঠানে দুই প্রজন্মের সুর আর কণ্ঠে পিতা-পুত্রের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। অনুষ্ঠানে হাবিবের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন জালাল আহমেদ, মিথুন চক্র ও ফয়সাল আহমেদ তানিন।
সিডনি ছাড়াও গত ১৫ জুলাই ব্রিসবেনে তাদের আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানেও পিতা-পুত্রের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে তোলে প্রবাসী বাংলাদেশিদের।

বিএসপিসির রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী
বিএসপিসির রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী

বিএসপিসির রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী

সম্প্রতি রবীন্দ্র-নজরুল-সুকান্তজয়ন্তী উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা ও সংস্কৃতি সোসাইটি (বিএসপিসি)। সিডনির ওয়েন্টওয়র্থভিলের রেডগাম সেন্টারে রবীন্দ্র-নজরুল-সুকান্তের নাটক, গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল এ মনোমুগ্ধকর অনুষ্ঠানটি। বাংলাদেশ পূজা ও সংস্কৃতি সোসাইটি গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। অন্যান্যের মধ্যে অতিথি শিল্পী হিসেবে সিরাজুস সালেকিন ও ইন্দ্রানী মুখার্জি গান করেন।

নুর-ই-আলম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান
নুর-ই-আলম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান

নুর-ই-আলম চৌধুরী এমপিকে সংবর্ধনা

সিডনিপ্রবাসী শিবচরবাসীরা নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ নুর-ই-আলম চৌধুরীকে। গত ৫ জুলাই বুধবার রকডেলের এক ফাংশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার (একাংশের) সভাপতি সিরাজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার (একাংশের) সাধারণ সম্পাদক গাউছুল আলম শাহজাদা।

বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে মতবিনিময়
বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে মতবিনিময়

বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে মতবিনিময়

আগামী ২৮ অক্টোবর সিডনির ব্যাংকসটাউন পল কেটিং পার্কে বাংলাদেশ ফেস্টিভ্যাল উৎসবের আয়োজন করতে যাচ্ছে এনটিভি। এই আয়োজনকে সামনে রেখে গত ৬ জুলাই সিডনির রকডেলের এক রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস্টিভ্যাল সভাপতি মোহাম্মদ রেজাউল হক। পরিচালনা করেন এনটিভি, অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের বহুসংস্কৃতি মন্ত্রী রে উইলিয়ামস।

স্বাধীন কণ্ঠের বর্ষপূর্তি
স্বাধীন কণ্ঠের বর্ষপূর্তি

মাসিক পত্রিকা স্বাধীন কণ্ঠের বর্ষপূর্তি

সিডনি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা স্বাধীন কণ্ঠর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি রকডেলের স্বাধীন কণ্ঠ অফিসে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকা কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক আউয়াল খান ও প্রকাশক কাজী আলমগীর উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

ইউনেসকোর সঙ্গে সিডনি এমএলসির ভিডিও কনফারেন্স
ইউনেসকোর সঙ্গে সিডনি এমএলসির ভিডিও কনফারেন্স

ইউনেসকোর সঙ্গে সিডনি এমএলসির ভিডিও কনফারেন্স

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মৃতিসৌধ এবং প্রতিটি ভাষা সংরক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে সিডনির মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন (এমএলসি) মুভমেন্টের প্রতিনিধি দল গত ৭ জুলাই প্যারিসের ইউনেসকোর প্রতিনিধির দলের সঙ্গে ভিডিওর মাধ্যমে মতবিনিময় করেছেন।
এ সময় ইউনেসকোর পক্ষে কাসিনস্কাইটি ইরমগার্ডা ও নরো আন্দরিইমিজেজা এবং এমএলসি মুভমেন্টের পক্ষে সভাপতি নির্মল পাল ও নির্বাহী পরিচালক এনাম হক প্রমুখ আলোচনা করেন।