এবারের ঈদ

একদিকে বন্যার ধকল, অন্যদিকে

রোহিঙ্গা পুশ ইন, পুশ ব্যাক।
সীমান্তের গরু আমদানি,
মানবতার রশি টানাটানি,
থেমে থেমে গোলাগুলি!
বিব্রতকর পরিস্থিতি, চায়ের টেবিল
আড্ডায় ষোড়শ সংশোধনী!

রাস্তা-ঘাট ভাঙা, বিদ্যুৎ বিভ্রাট, জলাবদ্ধতা,
ভ্যাপসা গরম, কখনো আগুন তাপ, কখনো বৃষ্টি
অশ্রুসিক্ত হাজিদের হজে বিফল
অসমাপ্ত হজ কাহিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা
নাভিশ্বাস মানবজীবনে,
শ্বাসরুদ্ধকর অস্বস্তির করুণ কাহিনি।

তোড়–জোড় সমালোচনা ন্যায়পালের,
ত্রাণ বিতরণ সেলফি সমাচার, খুন, ধর্ষণ,
পশু কোরবানি নাকি দামি গরুর ফুটানি!
বেঁচে থাক মানবতা, জাগ্রত হোক সত্য বিবেক,
পবিত্র ঈদে হোক, মনের পশুর কোরবানি।

জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুরপ্রবাসী।