জার্মানির বিভিন্ন শহরে ঈদ উৎসব

হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের উৎসবে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী বাঙালিরা
হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের উৎসবে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী বাঙালিরা

স্বদেশে ঈদ মানেই আপনজনদের সঙ্গে সাক্ষাৎ, বন্ধুদের সঙ্গে আড্ডা আর কদিন ধরে টানা উৎসব। প্রবাসে কি সে সুযোগ মেলে? মিলুক না মিলুক, বাঙালি দমে যাওয়ার নয়। আত্মীয়-পরিজন থেকে দূরে প্রবাসেও তারা ঠিকই ঈদ উৎসব জমিয়ে তোলেন।

স্টুটগার্ড শহরে প্রবাসী বাঙালিদের ঈদ উৎসব
স্টুটগার্ড শহরে প্রবাসী বাঙালিদের ঈদ উৎসব

এবার ইউরোপে ঈদুল আজহা পালিত হয়েছে ১ সেপ্টেম্বর (শুক্রবার)। ঈদ শুক্রবার হলেও সাপ্তাহিক ছুটি শনিবার আর রোববারের দিন সারা ইউরোপ ও আমেরিকাতে ঈদ উৎসব উদ্‌যাপিত হচ্ছে। উৎসবে আছে নানা আয়োজন ভিন্ন ভিন্ন আমেজ। ভিনদেশ তবু এখন আপন দেশ জার্মানিতেও বাংলাদেশিরা বাঙালি অধ্যুষিত বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ড, মিউনিখ, হ্যানোভার ও ক্যাসেল প্রভৃতি শহরে গানবাজনা, আড্ডা আর রকমারি খাবারে ঈদ আনন্দ উৎসব পালন করছেন।

বার্লিন শহরে বারবারোসা সড়কে বাঙালিদের ঈদ উৎসব
বার্লিন শহরে বারবারোসা সড়কে বাঙালিদের ঈদ উৎসব
ক্যাসেল শহরে প্রবাসী বাঙালি নারীরা সবাই শাড়ি পরিধান করে ঈদ উৎসবে মেতে ওঠেন
ক্যাসেল শহরে প্রবাসী বাঙালি নারীরা সবাই শাড়ি পরিধান করে ঈদ উৎসবে মেতে ওঠেন
হ্যানোভারের ঈদ উৎসবে ছিল গান বাজনার ঘরোয়া আয়োজন
হ্যানোভারের ঈদ উৎসবে ছিল গান বাজনার ঘরোয়া আয়োজন