চারদিকে ঝড়ের মরুভূমি

মাসুক হেলাল
মাসুক হেলাল

যখন কবিতা নীরব কান্না, আলো অন্ধকারে নিমজ্জিত 

যখন পৃথিবী ঢেকে যায় আগুনের লেলিহান শিখায়,
যখন আফ্রিকার বুনো-কুকুরগুলো গ্যা গ্যা করে ওঠে
কে দেবে অশান্ত প্রকৃতিকে সবুজ নিশ্বাস, কার দায়?

সকলেই নিতান্তই ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যস্ত
কতগুলো আপেল টেবিলে, চেয়ারগুলো খালি,
জনশূন্য কনফারেন্স রুমে নীতি নির্ধারণী মিটিং
কাগজের স্তূপ জমা হয়ে আছে পড়া যাচ্ছে না, কাগজের স্তূপে বালি।

যখন সকাল গড়িয়ে দুপুর এবং রাত আসে নীরব
যখন অমাবস্যা-দিনে আকুল পৃথিবী সন্ধ্যাকামী,
গদ্যে হারিয়ে গেছে জোছনায় প্রেমের উপাখ্যান নয়
নাই চিরাচরিত সেই কাব্য, চারদিকে আজ ঝড়ের মরুভূমি।

শহীদ শতাব্দী: যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী।