ইউনেসকোর সম্মেলনে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় নুরুল ইসলাম নাহিদ
মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় নুরুল ইসলাম নাহিদ

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ইউনেসকোর সাধারণ অধিবেশন। গত সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ইউনেসকোর সদর দপ্তরে সংস্থার মহাপরিচালক ইরিনা বাকোভার বক্তব্যের মধ্যে দিয়ে এই অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরিনা বাকোভা দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট হামাদান বিন রাশিদের অনুদানে নির্মিত ইউনেসকো ভবনের উদ্বোধন করেন। এই অধিবেশন চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।

প্যানেল আলোচনা বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা
প্যানেল আলোচনা বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা

অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১৯৫ সদস্য রাষ্ট্রের প্রায় ২০০ জন মন্ত্রী এবারের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। অধিবেশনে সংস্থার আগামী দুই বছরের বাজেট, কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার শিক্ষাবিষয়ক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে অর্থায়ন ও পরিকল্পনা এবং শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।

সংবাদদাতা: আবু তাহির, প্যারিস, ফ্রান্স।