জেনেভায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বাংলা পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বাংলা পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা

প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকেই বন্ধুসভার হাত ধরে আমার পথ চলা বা এর সঙ্গে সখ্যতা গড়ে ওঠা। খুব বড় পরিচয়ে না হলেও সখ্যতার ভালোবাসা ছিটেফোঁটা হলেও আজও তা চলমান। শিশুকাল পেরিয়ে প্রথম আলো এখন উনিশ বছরের যৌবনে তারুণ্যে উদ্ভাসিত। খবর প্রকাশে ভিন্নতা, আন্তরিক নিষ্ঠায়, সমাজসেবা, দেশপ্রেম আর দৃষ্টিভঙ্গির স্বচ্ছতায় প্রিয় প্রথম আলো আজ উনিশে দীপ্তিমান। আর এই দৃষ্টিকোণ থেকে ১৯ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেনেভায় বাংলা পাঠশালার ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা স্বেচ্ছায় ঘরোয়া পরিবেশে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। শিশু শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান গেয়ে, কেক কেটে এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক উপস্থিতিতে দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রার উদাহরণ হয়ে রইল। প্রথম আলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সকলকেই।

এখানে উল্লেখ্য, জেনেভা বাংলা পাঠশালার শিক্ষার্থীরা বাংলা ভাষা চর্চার পাশাপাশি দেশের সাহিত্য, সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং দেশের সঙ্গে সংগতি রেখে বিশেষ দিবসগুলো খুব জোরালোভাবে উদ্‌যাপন করে আসছে গত পাঁচ বছর ধরে।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বাংলা পাঠশালার শিক্ষার্থীরা
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বাংলা পাঠশালার শিক্ষার্থীরা

ছোট্ট এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল তান, সাশা, সিয়াম, নীতু, তুষ্ট, সারা, সাদ, দিলারা, আফসারা, সিঁথি, অধীরা, নওমী, সিমি, প্রিয় ও নাফিসের আন্তরিক চেষ্টায়।

অনুষ্ঠানে দেশি খাবার
অনুষ্ঠানে দেশি খাবার


অভিভাবকদের মধ্যে ছিলেন পাঠশালার প্রধান শিক্ষক রিয়াজুল হক, নাহিদা নাসরিন হক, মিলি হোসেন, রুমা আক্তার, কান্তা হাসান, হাসিনা জাহান, রুমানা লিপি, ইতি ইসলাম, মুক্তি মোল্লা ও নিশাত রহমান প্রমুখ।

রাওদাতুল জান্নাত: জেনেভা, সুইজারল্যান্ড।