নারী, আমি তোমাকেই বেশি ভালোবাসি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিধাতা আমাকে দিয়েছেন জীবনের সর্বশ্রেষ্ঠ তিনটি উপহার। 

জন্ম নেবার আগেই আমায় রক্ত মাংসের প্রথম উপহারের মোড়কে
মুড়িয়ে দিলেন, যে আমাকে ধারণ করল দশটি মাস
তার হৃৎপিণ্ডের একটি অংশ হয়ে গেল আমার আর আমি পুরোপুরি তার।
জন্ম থেকে জন্মান্তর, কৈশোর, যৌবন, অনাগত বার্ধক্যে সে আমার শুধুই আমার।
মর্ত্যের পৃথিবীতে স্বর্গ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ প্রথম উপহারটি আমার মা।
দ্বিতীয় উপহারটি আমিই খুঁজে পেলাম, যা ছিল শুধু আমারই জন্য।
বর্ণিল আচ্ছাদনে অপরিসীম লালিত্যে যে তার সমস্ত ভালোবাসা
যতন করে রেখেছিল শুধুই আমাকেই দেবে বলে।
প্রতিদিন ঘুম ভেঙে তারই চেনামুখ, আজন্মলালিত প্রত্যাশায় যে বিলায় চিরায়ত সুখ
আমার প্রশ্নে ক্লান্তি যাকে স্পর্শ করে না কখনোই।
ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা আর নিশ্চয়তার মোড়কে মোড়ানো সে উপহারটি আমার স্ত্রী।
আবারও দ্বিতীয় উপহারের মোড়কে মুড়িয়েই বিধাতা আমায় পাঠিয়ে দিলেন
সবচেয়ে আরাধ্য, প্রত্যাশিত, মহামূল্যবান আরও একটি উপহার।
একই সঙ্গে আমার হৃদয় আর ঘর দুটোই আলোকিত করে আবির্ভূত হলো
আমাদের মেয়ে, হয়ে এল আমাদের সকল সৌভাগ্যের পরশমণি, সকল আনন্দের আঁধার।
আমার জীবনে তিন প্রজন্মের তিন নারী, তিনটি শ্রেষ্ঠ উপহার।
নারী তুমি মা, তুমি মহীয়সী, নারী তুমি প্রিয়তমা স্ত্রী, তুমি গরীয়সী
নারী তুমি মেয়ে, ভালোবাসা অবিনাশী, নারী, আমি তোমাকেই বেশি ভালোবাসি।

নুরুল হুদা পলাশ: সাস্কাতুন, সাস্কাচেওয়ান, কানাডা।