বিজয়ের মাসে মালয়েশিয়ায় বাংলাদেশি নাইট

সংবাদ সম্মেলনে আয়োজকেরা
সংবাদ সম্মেলনে আয়োজকেরা

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি নাইট’। আগামী ২৩ ডিসেম্বর কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে উইসমা এমসিআই-এর হলরুমে বাংলাদেশি নাইট অনুষ্ঠিত হবে। কুয়ালালামপুরের রসনা বিলাস রেস্টুরেন্টে গত বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন চিত্র পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, বড় আয়োজনের এ বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতাবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, মণির খান, আয়েশা মৌসুমি, চ্যানেল আই সেরা কণ্ঠ ইউছুফ আহমদ খান, ইমন, স্পর্শিয়া, কবির তিথি ও এইচ এন রানা। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

অনন্য মামুন আরও বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে চাই আমরা। প্রবাসীদের ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে এটা আমাদের প্রথম আয়োজন। এরপর আমরা মালয়েশিয়ায় নিয়মিত বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী কবির তিথি, ইভেন্ট ম্যানেজার সম্পদ হোসেইন, কো-অর্ডিনেটর শাহিনুর আলম ও সেমরান হায়দার।
বাংলাদেশি নাইটের স্থানীয় পার্টনার হিসেবে থাকবে মালয়েশিয়ার মোবাইল সিম কোম্পানি ম্যাক্সিস।

সংবাদদাতা: মোস্তফা ইমরান, কুয়ালালামপুর, মালয়েশিয়া।