ভিয়েনায় ইউএনডব্লিউজির আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ

উৎসবে বাংলাদেশ স্টল
উৎসবে বাংলাদেশ স্টল

অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের নারী সংঘের (ইউএনডব্লিউজি) ৫০তম আন্তর্জাতিক উৎসবে যোগ দিয়েছে বাংলাদেশ। ইউএনডব্লিউজি আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসব গত ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ইউএনডব্লিউজি চ্যারিটি বাজার নামে সমধিক পরিচিত এ উৎসবে ৭০টি দেশ অংশ নিয়েছে। 

উৎসবে বাংলাদেশ স্টল
উৎসবে বাংলাদেশ স্টল

ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে অনুষ্ঠিত এ উৎসবে ইউএনডব্লিউজি সারা বিশ্বের শিশুদের জন্য তহবিল সংগ্রহ করে। এতে বিভিন্ন দেশের খাবার, পানীয়, শিল্পকর্ম প্রদর্শন করা হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানতো ছিলই।

স্টলে বাংলাদেশি খাবার
স্টলে বাংলাদেশি খাবার

উৎসবে বাংলাদেশেরও ছিল দুটি স্টল। এর একটিতে ছিল দেশীয় খাবার। আর অন্যটিতে প্রদর্শন ও বিক্রি করা হয় বাংলাদেশের বিভিন্ন হস্তশিল্প সামগ্রী। আগত অতিথিরা বাংলাদেশের দুটি স্টলেরই প্রশংসা করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশিদের পরিবেশনাও সবার প্রশংসা কুড়ায়।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

উৎসবে বাংলাদেশের নেতৃত্ব দেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনার জাতিসংঘ দপ্তরের স্থায়ী প্রতিনিধির সহধর্মিণী সালমা জাফর। বিজ্ঞপ্তি