এক চিলতে সবুজ ও কোমল প্রেম

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

ভালোবাসার মানুষটি খুব যতনে 

হৃৎপিঞ্জরে ঘুমিয়ে পড়ে।
কালবৈশাখী ঝড়...
জ্যৈষ্ঠের খরতাপ
সমুদ্রপাড়ের উত্তাপ বালুকণা,
কিছুই তাকে ছুঁতে পারে না
ভাঙাগড়ার এ জীবন
সে দেখে না—
সে দেখে তিতাসের
রমণীয় কোমল রূপ!
সে লিখে প্রেমের চিঠি
কঞ্চির কলম বানিয়ে,
বড় আটপৌরে আর অবুঝ সে প্রেম—
নগরসভ্যতা, আধুনিকতা বোঝে না!
সে চিঠি থাকে পাখির পালকে—
রুপার থালায়
আদুরির নথে,
এলোমেলো খোঁপার ভাঁজে
সন্ধ্যার পুথির আসরে!
সে প্রেমে থাকে
স্নিগ্ধ বাঁশির সুর,
জারি সারি ভাটিয়ালি
পুঁতির মালায়
এক প্যাঁচে তাঁতের শাড়িতে
মূর্ত হয়ে ওঠে নন্দিনীর আপন রূপ!
সে প্রেমে খুব সাধারণ মানুষের
জীবনগাথা
কী এক অসাধারণ কাব্যতায়
সাহিত্যকে পূর্ণতা দেয়
অ, আ বর্ণমালায়!
একুশ, বসন্ত আর ভালোবাসায়
কে দেখেছে জীবনের বাতিঘর!
একটা শুদ্ধ প্রেম
এক চিলতে সবুজ
একটা লাল সূর্য
আর মায়ের আঁচল—
হৃদয় ভিজে তবু ভালোবাসার তপস্যায়।

মুক্তা মাহমুদা: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।