দক্ষিণ অস্ট্রেলিয়ায় বাসার বিজয় দিবস উদ্যাপন

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (বাসা) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি অ্যাডিলেডে উদ্‌যাপন করেছে মহান বিজয় দিবস। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা, নাচ, গান, নাটক, কবিতা, রচনা, অঙ্কন ও নানান ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল পরিণত হয় বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের এক মিলনমেলায়।

পুরস্কার বিতরণী
পুরস্কার বিতরণী

আলোচনা করেন সংগঠনের সভাপতি ড. আনোয়ারা ইসলাম, সহসভাপতি ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. মো. ইউনুস, সমাজকর্মী দেওয়ান জামান ও ড. রফিকুল ইসলাম। তারা বিজয় দিবসের পটভূমি, গুরুত্ব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের ওপর বক্তব্য উপস্থাপন করেন।

উপস্থিতি
উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার লেজিসলেটিভ কাউন্সিলের সভাপতি রাসেল ওটলি, টরেন্সের এমপি ডানা ও মরিয়াল্টার এমপি জন গার্ডনারসহ বহু গণ্যমান্য ব্যক্তি।
বাসার খুদে শিল্পীদের নানান ধরনের কর্মকাণ্ডে এবং রকমারি বাংলাদেশি বিরিয়ানি ও মিষ্টির প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে অনুষ্ঠানটি সার্থক অনুষ্ঠানে পরিণত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া ৩৪ বছরের পুরোনো সংগঠন। বিজ্ঞপ্তি