হে আমার জন্মভূমি

প্রিয় জন্মভূমি আমার, তুমি আছ

শীতের কুয়াশার ঝাপসা আঁধারে,
মানবেতর ঝুট-ঝামেলা লয়ে অন্তরে।
আমি প্রবাসে ভিজি বৃষ্টিতে
ব্যবধান, দূরত্ব অসীম প্রকৃতির ছলে!
মাতৃভূমি প্রিয় স্বদেশ থাকো হৃদয়ে
প্রতিক্ষণে পরবাস জিঞ্জির,
উদরপূর্তির মাশুল সুদে আসলে!
তুমি লাল-সবুজের চাদরে
আমি প্রবাসের অলিতে গলিতে।
আসছে সময়, হবে আরও রক্তপাত
তোমার বুকে, তোমায় লয়ে খেলিবে ওরা,
গণতন্ত্রের পোস্টমর্টেমে
কাটাছেঁড়া হবে, আঘাত করবে তোমায়
কাঁদবে তোমার সূর্য সন্তানেরা,
আছে যারা ওপারে।
যারা জীবন দিয়েছে ভাষার তরে
স্বাধীনতার এনে দিয়েছিল তোমায়,
সাজিয়েছিল লাল-সবুজের পতাকার রঙে।
আমি শুধু দেখি, নির্বাক চেয়ে থাকি
কর্মহীন দেশি বেকার, প্রবাসের বুকে
ফেরি করি বাংলা ভাষার, কেঁদে ভাসাই অন্তর,
তোমার শাড়ির আঁচল
অনুভবে স্পর্শে রেখে লিখে যাই
মনের কথা, জীবনগাথা।
ভাবি, হে আমার মাতৃভূমি, জননী জন্মভূমি
কেমনে সয়ে যাও এত কষ্ট, থাকো যন্ত্রণায়।
সালাম তোমায়, শীতের কুয়াশায়
প্রার্থনা করি, শীতের তীব্রতায়
আগুনের শিখায়, বন্দুকের গুলিতে
ছুরির আঘাতে, ফাঁসির দড়িতে
বিনা চিকিৎসায়, অভাবের তাড়নায়
ধর্মীয় উন্মাদনায়, ক্ষমতার দ্বন্দ্বে
কোনো কারণে, তোমার কোনো সন্তান
অকালে ঝরে না যায়, কষ্ট না পায়।
প্রার্থনা আমার প্রতি মুহূর্তে অন্তরের অন্তরিক্ষে,
শান্তিতে যেন থাকো তুমি, হে আমার প্রিয় জন্মভূমি।

জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুরপ্রবাসী।