বঙ্গবন্ধু কখনো নতি স্বীকার করেননি

সভায় আলোচকেরা
সভায় আলোচকেরা

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে পাকিস্তানিদের জ্বালানো অগ্নিকুণ্ডে পানি ঢেলে দিয়েছিলেন। তিনি ফিরে না এলে বিজয়ের এক মাসের মধ্যে ১৪৪টি দেশের স্বীকৃতি বাংলাদেশ পেত না। গত বুধবার (১০ জানুয়ারি) স্থানীয় রাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্পেন শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানী মাদ্রিদে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আবদুল কাদের। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিজভী আলম, সহসভাপতি বোরহান উদ্দিন ও শামীম আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আক্তারুজ্জামান, মাহবুব আলম, মো. হাসান, সবুজ আলম, ইফতেখার আলম, এনাম আলী খান, তাপস দেবনাথ ও অ্যাডভোকেট তারেক হোসেইন প্রমুখ।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের জেলে ফাঁসি দিয়ে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে যে সেলে রাখা হয়েছিল সেখান থেকে জানালা দিয়ে দেখা যেত কবর খোঁড়ার দৃশ্য। এসব করা হতো তাকে চাপে ফেলার জন্য। কিন্তু তিনি কখনো চাপের কাছে নতি স্বীকার করেননি।

সংবাদ প্রেরক: কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন।