অস্ট্রেলিয়ায় আবারও মারাত্মক সড়ক দুর্ঘটনা

দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কর্মী ও পুলিশের তৎপরতা। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড
দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কর্মী ও পুলিশের তৎপরতা। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের ডাব্বো শহরের নিকটবর্তী নিউওয়েল হাইওয়েতে আজ মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও দশজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এনএসডব্লিউ রাজ্যে গত ২৪ ঘণ্টার ভেতর লরি সংঘর্ষের এটি তৃতীয় দুর্ঘটনা। গতকাল প্রায় একই সময় সিডনির দক্ষিণ-পশ্চিম নিউক্যাসেলের কোরেনবং-এর এম ১ প্যাসিফিক মোটরওয়েতে বিপুল পরিমাণ উচ্চ দাহ্য তরল পদার্থ ইথানল বহনকারী লরিতে সড়ক দুর্ঘটনায় আগুন লেগে যায়। ওই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। একই দিন বিকেলে গ্রাফটনে দুটি লরির সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের আগে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবা পৌঁছে। দুর্ঘটনায় সাতটি গাড়ি সংঘর্ষের কবলে পড়ে বলে জানায় তারা। দক্ষিণ দিকগামী দুটি লরির সঙ্গে কয়েকটি গাড়ি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার উদ্ধারের জন্য পৌঁছায়। মৃত দুজনেরই বয়স ২০ বছর হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। গাড়ি ও লরি কেটে আহতদের উদ্ধার করতে হয়। দুর্ঘটনা কবলিত একটি গাড়ি লরির নিচে পুরোপুরি পিষ্ট হয়েছে বলে জানিয়েছেন এনএসডব্লিউ অ্যাম্বুলেন্স সুপারিনটেনডেন্ট ক্যাথি গোলেগেজ। তিনি বলেন, কংক্রিট বহনকারী একটি লরি তার সামনের চারটি গাড়ি ও একটি লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড।