এডমন্টনে কমিউনিটি লিয়াজোঁ কমিটির সভা

পুলিশ সুপারের সঙ্গে দেলোয়ার জাহিদ
পুলিশ সুপারের সঙ্গে দেলোয়ার জাহিদ

কানাডার এডমন্টনে পুলিশ সার্ভিসের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের সঙ্গে সম্পর্ক জোরদারে কমিউনিটি লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই কমিটিতে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কানাডা ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য দেলোয়ার জাহিদ।

কমিউনিটি লিয়াজোঁ কমিটি গঠিত হওয়ার পর গত ১৮ জানুয়ারি এডমন্টন পুলিশ সার্ভিসের (নর্থ-ইষ্ট) কার্যালয়ে এই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এডমন্টন (নর্থ-ইষ্ট) পুলিশ সুপার সভাপতিত্ব করেন।
সভায় দেলোয়ার জাহিদ অভিবাসীদের সঙ্গে পুলিশের যোগাযোগের ফাঁকগুলো দূর করতে নৈমিত্তিক কোনো সুযোগ তৈরির কথা বলেন। তিনি অভিবাসীদের সঙ্গে সংলাপ, অপরাধ প্রতিরোধ ও অভিবাসীদের অন্যান্য সংযোগের সুযোগকে ব্যবহারের পরামর্শ দেন। এর মাধ্যমে পুলিশ ও অভিবাসীদের মধ্যে যোগাযোগ স্থাপন ও তা শক্তিশালী করা, বিষয়বস্তুর ওপর কমিউনিটি ও পুলিশ উভয়কে সচেতনতা ও শিক্ষা প্রদানের জন্য চলমান সংলাপ ও ইতিবাচক সম্পর্ককে আরও উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার সাম্প্রতিক ঘৃণাত্মক আক্রমণের শিকার বাংলাদেশি আনুমুরের ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি