সাস্কাতুনে সরস্বতী পূজা

পূজার দৃশ্য
পূজার দৃশ্য

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাস্কাচেওয়ান প্রদেশের রাজধানী সাস্কাতুনে স্থানীয় সর্বজনীন পূজা পরিষদের উদ্যোগে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। ১৩ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সেন্ট পল চার্চে সকাল ১১টায় পূজার্চনা শুরু হয়।

পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শিব শংকর পোদ্দারের সভাপতিত্বে ও জেবুন্নেসা চপলার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য, সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
পূজায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে।