ক্যানবেরায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ সমাবেশ

ক্যানবেরায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ সমাবেশ
ক্যানবেরায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ সমাবেশ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিক্ষোভ সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা কর্মী ও সমর্থকেরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগামীকাল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত। এ রায়কে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ক্যানবেরায় দেশটির ফেডারেল পার্লামেন্ট এবং এর আগে বাংলাদেশ হাইকমিশনের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

এ সময় নেতা ও সমর্থকেরা ব্যানার ফেস্টুন নিয়ে ‘আমার নেত্রী, আমার মা; বন্দী হতে দেব না’, ‘বাঁচাও বাংলাদেশ’, ‘বাঁচাও গণতন্ত্র’ ইত্যাদি স্লোগান দেয়। সমাবেশ শেষে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর হাইকমিশনারের মাধ্যমে বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।
বিএনপির অস্ট্রেলিয়া শাখার নেতারা অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রেখে আবারও পাতানো নির্বাচন করতে যাচ্ছে বর্তমান সরকার। তারা ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অবৈধ রায় না দেওয়ার আহ্বানও জানান।