মেলবোর্নে সন্ত্রাসী হামলার অভিযোগে বাংলাদেশি ছাত্রী আটক

মিলপার্কের বাড়ির সামনে পুলিশের গাড়ি। ছবি: এবিসি নিউজ
মিলপার্কের বাড়ির সামনে পুলিশের গাড়ি। ছবি: এবিসি নিউজ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার অভিযোগে বাংলাদেশি একজন নারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে অভিযোগ করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উত্তর মেলবোর্নের মিল পার্কের এক বাড়িতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

বাড়ির ভেতর চেয়ারে রক্তের দাগ। ছবি: এবিসি নিউজ
বাড়ির ভেতর চেয়ারে রক্তের দাগ। ছবি: এবিসি নিউজ

আহত ব্যক্তির নাম রজার বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবা কার্যক্রমের কর্মী ও পুলিশ সদস্যরা পৌঁছার পর ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোমেনা সোমা। পুলিশ তাঁকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। ২৪ বছর বয়সী মোমেনা ১ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভিসায় মেলবোর্নে এসেছিলেন। প্রথমে তিনি মেলবোর্নে বান্দুরা এলাকার একটি বাসায় ওঠেন। দুই দিন আগে বর্তমান বাসায় ওঠেন। তিনি স্থানীয় লাট্রোব বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন বলে জানা যায়। আহত ব্যক্তির পাঁচ বছর বয়সী মেয়ে এ ঘটনার সাক্ষী বলে পুলিশ জানায়।

সাংবাদিক সম্মেলনে ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ইয়ান ম্যাককার্টনি (বাঁয়ে)
সাংবাদিক সম্মেলনে ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ইয়ান ম্যাককার্টনি (বাঁয়ে)

আহত ব্যক্তি মারাত্মকভাবে জখম হলেও তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ইয়ান ম্যাকার্টনি বলেন, এটি সন্ত্রাসী হামলা হামলা বলে ধারণা করা হচ্ছে। মোমেনার বিরুদ্ধে মামলার পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছে স্থানীয় বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিতে। ফেসবুকে অনেকে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনা অভ্যন্তরীণ সংঘাত কি না, সেটা আরও খতিয়ে দেখতে অনুরোধ করেছেন কয়েকজন।

সূত্র: এবিসি নিউজ, দ্য সিডনি মর্নিং হেরাল্ড ও ফেসবুক পোস্ট।