একুশে গ্রন্থমেলায় প্রবাসী সাইফুলের বই

জলবাতাসী উপন্যাসের প্রচ্ছদ
জলবাতাসী উপন্যাসের প্রচ্ছদ

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সৌদি আরবপ্রবাসী কাজী সাইফুল ইসলামের উপন্যাস জলবাতাসী।

মানুষের প্রয়োজনেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। অথচ রাষ্ট্র অন্যায়ভাবে সাধারণ মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষের মৌলিক অধিকার, সাম্য, স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ, নিরাপদ জীবন, মুক্তি চিন্তা, কথা বলার অধিকার চাওয়া অন্যায় নয়। অথচ হাজার হাজার বছর ধরে মানুষ তার এই অধিকারের জন্য নিরন্তর যুদ্ধ করে আসছে। দাস, ভূমিদাস, রোমান প্রলেটারিয়ানরা দুই শ বছর ধরে যুদ্ধে করেছেন এলিট প্রট্রিসিয়ানদের বিরুদ্ধে। সামন্ত যুগ, উপনিবেশের পর মানুষ সমাজতন্ত্র, গণতন্ত্রের পথে হেঁটেছে—কিন্তু অধিকার ফিরে পায়নি।
মানতা সম্প্রদায়। তারা বাংলাদেশেরই নাগরিক। তাদের ধর্ম মুসলিম। পেশা মাছ শিকার। এ দেশের নাগরিক কিন্তু তাদের কোনো অধিকার নেই। তারা ভূমিহীন।
উপন্যাসে মানতা যাযাবরদের জীবন, সুখ-দুঃখ, আনন্দ-বেদন, প্রেম-বিরহ, জন্ম-মৃত্যুর গল্প বলেছেন সৌদি আরবপ্রবাসী কাজী সাইফুল ইসলাম।
জলবাতাসী উপন্যাস প্রকাশ করেছে ‘গদ্যপদ্য’। ১২০ পৃষ্ঠার বইটির মূল্য ২৫০ টাকা। একুশে বইমেলায় ৪৯৬-৪৯৭ স্টলে বইটি বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি