বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে রানির প্রতিনিধি

বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে জন ক্রাবট্রি ওবিইর সঙ্গে মোহাম্মদ জুলকার নায়েন
বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে জন ক্রাবট্রি ওবিইর সঙ্গে মোহাম্মদ জুলকার নায়েন

যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশন পরিদর্শন করেছেন ওয়েস্ট মিডল্যান্ডসে রানির প্রতিনিধি লর্ড লেফটেন্যান্ট জন ক্রাবট্রি ওবিই। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নায়েনের আমন্ত্রণে তিনি গত ৩১ জানুয়ারি বুধবার সহকারী হাইকমিশন পরিদর্শন করেন।

লর্ড লেফটেন্যান্টের সঙ্গে বৈঠকে সহকারী হাইকমিশনার ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস ও সমসাময়িক উন্নয়নের উল্লেখযোগ্য দিকসমূহ নিয়ে আলোচনা করেন। জন ক্রাবট্রি ওবিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য তার দিকনির্দেশনা ও নীতির আলোকে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে জন ক্রাবট্রি ওবিইর সঙ্গে মোহাম্মদ জুলকার নায়েন
বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে জন ক্রাবট্রি ওবিইর সঙ্গে মোহাম্মদ জুলকার নায়েন

দুই ঘণ্টার বেশি সময়কালের এ সাক্ষাৎকালে জন ক্রাবট্রি কমিউনিটি কার্যক্রম ও যুক্তরাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া তিনি ওয়েস্ট মিডল্যান্ডসে প্রতিনিধিমূলক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের আরও অধিকতর সম্পৃক্ত করা এবং সমাজকল্যাণমুখী কাজে নিয়োজিত বাংলাদেশিদের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি