স্মৃতির ফাগুন

সোহরাওয়ার্দী উদ্যানে বসন্তের রং। হলুদ শাড়ি পরে অনেকই এসেছিলেন ফুলের সাজে। ছবি: দীপু মালাকার
সোহরাওয়ার্দী উদ্যানে বসন্তের রং। হলুদ শাড়ি পরে অনেকই এসেছিলেন ফুলের সাজে। ছবি: দীপু মালাকার

এখানে বর্ষা, তোমার ওখানে বসন্ত রাজ।

এখানে বৃষ্টি ফাগুন সাজ।
ওখানে ফুলে ফুলে ভালোবাসার কারুকাজ,
এখানে আমি জাহাঙ্গীর, ওখানে তুমি হৃদয়ের মমতাজ।

শুভেচ্ছা আগের মতো, আছি আমার মতো।
আনন্দে ভরে উঠুক সবার প্রাণ, খুশিতে থাক,
মনের কুটিলতা দূর হোক, আমার জটিলতা কেটে যাক।

শুভকামনা সবার জন্য, রেখো সামান্য আমার জন্য,
যদি পারো, ও প্রবাসের কালো মেঘ,
বসন্তের হাওয়া, বাসন্তীকে বলে দিয়ো,
ভালোবাসি তারে এখনো।

মনে পড়ে আজও আমাদের প্রথম ফাগুন,
যেদিন ডেকেছিলাম তারে বাসন্তী নামে,
সে যে দূরে, বহু দুরে, প্রশ্ন কর তারে,
সে মিলন ক্ষণ কি মনে পড়ে?

আমি, সে স্মৃতিকে আগলে, বেঁচে আছি এখনো।
দিবস নয়, সে যে ছিল আগুনি ফাগুন।
বাসন্তীর আগুনি বসন্ত ফাগুন।

চোখে ছিল আগুন, বুকে ছিল আগুন।
ফাগুন এলেই স্মৃতির রোমন্থন।
আজও আলিঙ্গনের আদিমতার স্ফুলিঙ্গে রচিত হয়
ফাগুনের আগুনি প্রেমের কবিতা,
ফাগুন জুড়েই আমার স্মৃতির ফাগুন।

(১৪-২-২০১৮)

জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুর।