কানাডার ক্যালগেরিতে একুশের প্রস্তুতি

ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য
ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য

কানাডার ক্যালগেরিতে মহান একুশ উদ্‌যাপনের প্রস্তুতি সভাটিও হয়ে গেল কাল। ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। গর্ব গর্ব লাগে। লাগবেই তো, তাই না? বাংলাদেশ সেন্টারে বাঙালির সভা, বাংলা ভাষার সভা। নির্বাহী কমিটির সকলের মধ্যেই প্রচণ্ড স্পৃহা, চিরন্তন গভীর দৃঢ়তা।

ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য
ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য

সভাপতি কাজী এহ্সান উল করিম শুরু করেন এভাবে—একুশ বাঙালির গর্ব, আমাদের অহংকারের ধন। প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল দিনটি। একুশ মহান শহীদ দিবস। ভাষা আন্দোলনে প্রদানকারী মহান শহীদদের হৃদয়বিদারক স্মৃতিকে স্মরণ করি আমরা এদিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্র-যুবাদের ওপর পুলিশের গুলিবর্ষণে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। শহীদ হন ভাষাসৈনিক সালাম-বরকত-রফিক-জব্বার। তাঁদের স্মরণে এদিন, ভাষা পাওয়ার আনন্দও এদিন। একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বাঙালি হিসেবে তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। প্রতিবছরের মতো এ বছরও ক্যালগেরিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হবে মহান ভাষা দিবস-২১ ফেব্রুয়ারি, বাংলা ৮ ফাল্গুন।

ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য
ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য

সভাপতির বক্তব্যে পর সাধারণ আলোচনা শুরু হয় প্রস্তুতি নিয়ে। প্রত্যেকেই মূল্যবান মতামত রাখেন। প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়।
*একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রভাতফেরির আদলে পদযাত্রা হবে।
*এরপর সর্বসাধারণের তরফ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
*বাংলা ছাড়াও অন্য ভাষাভাষী সংগঠনের তরফ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
*ওই সব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য প্রদান।
*ক্যালগেরির বাংলা স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
*ক্যালগেরির লেখকদের সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন।
*অমর একুশে বইমেলা শুরু থেকেই অনুষ্ঠানস্থল আলোকিত করে রাখবে।

ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য
ক্যালগেরির বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একুশের প্রস্তুতি সভার দৃশ্য

সভায় সকলের মধ্যে দৃঢ় প্রত্যয় দেখা গেছে। এ প্রত্যয় বাস্তবায়নে সকলেই সচেষ্ট হবেন। এই বলে সাধারণ সম্পাদক মোহম্মদ রশিদ রিপন সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।

আবু সাইদ লিপু: ক্যালগেরি, কানাডা।