একুশে গ্রন্থমেলায় আমার বই লন্ডন শহর

লন্ডন শহর বইয়ের প্রচ্ছদ
লন্ডন শহর বইয়ের প্রচ্ছদ

ছোটকাল থেকেই বিদেশ নিয়ে আমার মনের মাঝে একধরনের শিহরণ কাজ করত। ভাবতাম, বিদেশের মানুষগুলো কেমন জানি। এমনকি প্রবাসের মাটি ও পাখিগুলো নিয়েও ভাবতাম। মনে মনে চিন্তা করতাম, আমি যদি পাখি হতাম, ডানা দিয়ে উড়ে উড়ে বিদেশ চলে যেতাম!

একদিন প্লেনের পাখার ওপর ভর করে উড়ে উড়েই লন্ডন এসে পৌঁছলাম। দেখলাম, লন্ডন একটি আজব শহর। এখানকার মানুষের রঙের ভিন্নতা, নিমেষে আকাশের রং বদল এবং পশু-পাখিদের বিচিত্র আচরণ আমাকে মুগ্ধ করতে লাগল। যেহেতু আগেও বিদেশ নিয়ে আমার অন্তরে নানা জল্পনা-কল্পনা কাজ করত, সেহেতু এখানে এসে প্রতিটি জিনিস মনের আবেগ দিয়ে দেখতে এবং হৃদয়ের গহ্বরে রংতুলি দিয়ে ছবি আঁকতে শুরু করে দিলাম। দীর্ঘ দিন লন্ডনে বসবাস করার পর চিন্তা করলাম, আমার মনের ভাবনাগুলো আরও মানুষ জানুক। যার কারণে তা বই আকারে প্রকাশ করলাম। হয়তো আমার চোখ দিয়ে পাঠক কিছুটা হলেও লন্ডন শহরকে দেখতে পাবেন।
আমার লেখা লন্ডন শহর বইটি একুশে গ্রন্থমেলায় ১১০-১১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

মোহাম্মদ আবদুল মালেক: লন্ডন, যুক্তরাজ্য।