অবিরাম বৃষ্টিতে চাঁদ দেখা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সূর্যের পাশাপাশি দাঁড়িয়ে বিস্ময়ে দেখি

কিছু করেছি সমাপন আর কিছু আছে বাকি,
তৃষ্ণা আর অনিঃশেষ কাজ হাতে চেয়েছি সময়
স্রোতের কী প্রবল গতি দেখে কেবলই হই তন্ময়!
জীবনের ক্যানভাসে জলছাপে এক রংধনু আঁকা
আলো আঁধারের ভাঁজে ভাঁজে হয়ে আছে বাঁকা,
হিসাবের অ্যালবাম ভরা আলোকচিত্র আর কোলাহলে
ঝাপসা এই ছবির অর্ধেক বর্ণিল, বাকি অর্ধেক জলে।

গুই. বসন্ত ও ভ্যালেন্টাইন

সবুজ তুমি পরেছ একখান বাসন্তী-হলদে শাড়ি
বৃষ্টি তুমি কাচের জোছনা কণকে দাও পাড়ি।
তোমায় ধরি হৃদয়কোণে একলা রাতের প্রহর
রইবে তুমি স্মৃতির পাতায় হইছ যখন পর।
তুমি আসো বুকের মাঝে চাঁন যখন হাসে
একলা হইলাম বসন্তবেলায় জোছনা যখন খসে।
তোমার কথা সদায় ভাবি চোখের পাতা মেলেই
তুমি শুধু হারিয়েই যাও ডিসেম্বর আসার আগেই।
স্বপ্নে দেখি বৃষ্টি আমি তুমি ভাসছ মেঘে
জোছনা হয়ে ঝরছ তুমি গহিন অন্ধকারে।

তিন. চলো শৈশব কুড়ে কৈশোর ফেলে আই

চলো বাঁশ বাগানে যাই
যেখানে পানির তৃষ্ণা নাই
যেখানে খাবার চিন্তা নাই
চলো আবার হারিয়ে গিয়ে হাৱাই
হারিয়ে ফেলে তোমায় শুধু পাই
যেখানে অঙ্গে মাখি বালি
যেখানে আত্মা খোঁজে বাড়ি
যেখানে ঘাস কথা কয়
যেখানে রুটি পাথর নয়
যেখানে বিশ্বাসে নাই ভুল
যেখানে সদায় ফোটে ফুল
যেখানে রক্তে শরৎ হয়
ভালোবাসা কান্না শুধু নয়
যেখানে হই হুল্লোড় আর গল্প করার মেলা
যেখানে হাডুডু খেলা আর সূর্যের নাই হেলা
চলো আবার ফড়িং ধরতে দৌড়াই
চলো শৈশব কুড়ে কৈশোর ফেলে আই।

শহীদ শতাব্দী: লন্ডন, যুক্তরাজ্য।