আমার ভাইয়ের রক্তে ভাসা বাংলা ভাষা

কেন্দ্রীয় শহীদ মিনার। ছবিটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় তোলা। ছবি: সাইফুল ইসলাম
কেন্দ্রীয় শহীদ মিনার। ছবিটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় তোলা। ছবি: সাইফুল ইসলাম

আমি একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা লিখিনি

ঠোঁট কাঁপে আনমনে ভাষা আমার হারিয়ে যায় তাই।
দেখাতে পারিনি শহীদের আত্মায় যথার্থ সম্মান
যারা আমাকে দিয়েছে মুখের ভাষা আর হৃদয়ের গান।
হেঁটেছি পৃথিবী পথে কত, বলেছি কত ভাষায় কথা
স্বপ্ন মধুর মায়ের ভাষা এ ভাষায় শুধু গাথি কবিতা।
বাংলা আমার মায়ের ভাষা এ ভাষার নাই তুলনা
রক্ত ভাষা বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল হায়েনা।
বাংলা আমার প্রাণের ভাষা যে ভাষায় ফুল ফোটে
বাংলা ভাষায় ভাষা শিখে শিখে ডেকেছি প্রথম মাকে।
জন্ম নিয়ে যে ভাষা প্রথম ভেসে আসে আমার কানে
স্বর্গীয় বাণী আর কিছুতেই নাই আর কিছু নাহি টানে।
ঘুমের ঘরে স্বপ্ন দেখি বাংলায় করছি বিশ্ব জয়
বাংলা আমার মধুর ভাষা সারা বিশ্বের বিস্ময়।
এই ভাষায় কাব্য লিখি আর গাই মনের সুখে গান
এই ভাষায় ডাকি মাকে এ ভাষায়ই করি অভিমান।
বাংলা আমার মায়ের ভাষা বাংলায় দেখি প্রভাত
বাংলা বলে বলে দিন যায় আর স্বপ্নে কাটে রাত।
বাংলার চোখে বিশ্ব দেখি বাংলায় আঁকি চিত্র
ভিন্ন ভুবন ঘুরে এসে মাগো বাংলায় খুঁজি বসন্ত।
বাংলা ভাষায় কবিতা লিখি বাংলা আমার পুষ্প
বাংলার মাধুর্যে মুগ্ধ আমি যে সুধা নাই আর কোথাও।
বাংলার আলোয় আমার ভোর বাংলায় সন্ধ্যাবেলা
বাংলা ছাড়া না মেটে পুঞ্জীভূত উত্তাল প্রাণের তৃষ্ণা।
বাংলা ভাষায় কাব্য লিখি বাংলা আমার জগৎময়
যত দূরে যাই তোমার দৃষ্টিসীমায় এ চোখ চেয়ে রয়।
তাই
হাজারো সালাম শহীদের যাদের রক্তে ভেজা রাষ্ট্রভাষা
একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে ভাসা বাংলা ভাষা।

শহীদ শতাব্দী: যুক্তরাজ্যপ্রবাসী