সিডনিতে অমর একুশ

অ্যাশফিল্ড পার্কের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের দৃশ্য
অ্যাশফিল্ড পার্কের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের দৃশ্য

অস্ট্রেলিয়ার সিডনিতে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সিডনির অ্যাশফিল্ড পার্কের মাতৃভাষা স্তম্ভ-শহীদ মিনারে শ্রদ্ধার ফুল হাতে নিয়ে ভিড় জমান সিডনির সর্বস্তরের বাঙালি। মধ্যরাতে সিডনির বিভিন্ন বাংলাদেশি সংগঠন ও বাংলাদেশিরা শোকের আবেশে সাদা-কালো পোশাকে জড়ো হন অ্যাশফিল্ড পার্কে। তবে প্রতিবারের চেয়ে এবারে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে এখানকার বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহের দেখা মেলে।

অ্যাশফিল্ড পার্কের মাতৃভাষা স্তম্ভ-শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার নেতারা
অ্যাশফিল্ড পার্কের মাতৃভাষা স্তম্ভ-শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার নেতারা

অস্ট্রেলিয়ায় এ বছর জাতীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের স্বীকৃতি দিয়েছে দেশটির ফেডারেল সরকার। মাতৃভাষা স্তম্ভে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাই অধিকতর বেশি মানুষের ঢল নামে। এ সময় স্মৃতি স্তম্ভের বেদি ফুলে ফুলে ভরে ওঠে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানটি অ্যাশফিল্ড পার্কে এক শোকের আবহ তৈরি করে।
এ ছাড়া, এ বছর ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় কর্মদিবস হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন রোববার দিবসটি ব্যাপকভাবে পালন করেন সিডনিপ্রবাসী বাঙালিরা। দিবসটি উপলক্ষে অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী অমর একুশ উদ্‌যাপন ও বইমেলার আয়োজন করে ছিল একুশে একাডেমি অস্ট্রেলিয়া।