সিডনিতে কমনওয়েলথ গেমস দূতদের নৈশভোজ

নির্বাচিত বাংলাদেশি দূতদের কয়েকজন
নির্বাচিত বাংলাদেশি দূতদের কয়েকজন

আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টে বসতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের ২১তম আসর। এই গেমসের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি থেকে ইতিমধ্যে নানা ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন প্রায় ৪০০ জন দূত। তাদের মধ্যে থেকে বহু সাংস্কৃতিক কমিউনিটি দূতদের নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাম্বাসেডর ডিনার নাইট’।

গতকাল ২১ ফেব্রুয়ারি বুধবার সিডনির প্রাণকেন্দ্রের একটি রেস্তোরাঁয় এই নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূতসহ অস্ট্রেলিয়ায় বসবাস বিভিন্ন দেশের কমিউনিটি দূতদের নিয়ে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দূতদের স্বাগত ও অভ্যর্থনা জানানো হয়।
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের দূত হওয়ার জন্য অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের এখনো নিবন্ধনের সুযোগ রয়েছে। যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তারা যে কেউ দূত হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করতে <redelephant.typeform.com/to/E4b7ch> লিংকে বিভিন্ন তথ্যাদি পূরণ করে জমা দিতে হবে।