কানাডার সাস্কাচেওয়ানে অমর একুশ

সাস্কাতুনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য
সাস্কাতুনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য

কানাডার সাস্কাচেওয়ান প্রদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে অমর একুশ। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ানের (বিকাশ) উদ্যোগে রাজধানী রেজিনায় পার্লামেন্ট ভবনে প্রথমবারের মতো এবং সাস্কাতুন শহরের সিটি হল প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়।

রেজিনায় পার্লামেন্ট ভবনে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের দৃশ্য
রেজিনায় পার্লামেন্ট ভবনে পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের দৃশ্য

বিকাশের আয়োজনে ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১১টায় প্রভাতফেরি শেষে সাস্কাতুনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর সাস্কাতুন শহরের মেয়র শার্লি ক্লার্ক ও বিকাশের সভাপতি কামনাশীষ দেব বিকাশের উপস্থিত সদস্যদের নিয়ে সিটি হল প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। এ সময় সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলের কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

রেজিনায় পার্লামেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা হাতে বিকাশের সদস্যরা
রেজিনায় পার্লামেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা হাতে বিকাশের সদস্যরা


একই সময় রাজধানী রেজিনার পার্লামেন্ট ভবনে প্রথমবারের মতো পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন বিকাশের প্রাক্তন সভাপতি জাকির হোসেন।
এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি রোববার শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা ১৯৫২ সালের বাঙালির বীরত্বগাথা আর ভাষা আন্দোলনের বিভিন্ন দিক রং-তুলিতে ফুটিয়ে তোলে। প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে থেকেও তারা দেশীয় ইতিহাস আর ঐতিহ্য তাদের মননে বিকশিত করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটি ছবি
চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটি ছবি


২১ ফেব্রুয়ারি মাইনাস ৪০ ডিগ্রি শীত উপেক্ষা করে প্রবাসীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ জন্য বিকাশের সভাপতি কামনাশীষ দেব সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
আজ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিকাশের সাংস্কৃতিক। এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিকাশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ প্রেরক: অমিত উকিল, সাস্কাতুন, সাস্কাচেওয়ান, কানাডা।