স্বাধীনতার মূল্যায়ন

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

একাত্তরে ত্রিশ লাখ মুক্তিকামী মানুষ হত্যা, 

লাখ লাখ নারীর ইজ্জত আর সম্ভ্রম হানি
অগণিত মানুষের দেশত্যাগের মর্মান্তিক স্মৃতি 
প্রাণহীন মানবদেহ কুকুর শেয়ালের ভক্ষণ দৃশ্য
অগ্নিকুণ্ডলীর লেলিহান শিখায় ভস্মীভূত
প্রাণ আর সহায় সম্পত্তির ধ্বংসলীলার মাঝে
যারা প্রাণে বেঁচে গেছেন তারা জানেন 
স্বাধীনতার মূল্য কত?

অধুনা কত দেশ স্বাধীনতা, স্বাধিকার অর্জন করে
শান্তি সুখের আবহে বদলে দিল জাতির জীবন, 
কিন্তু আমরা চলেছি কোথায়, কোন ঠিকানায়? 
স্বাধীনতার সাতচল্লিশ বছর পরেও কেন থামে না
মানুষ গুম হয়ে যাওয়ার নির্মম কাহিনি, 
কেন প্রতিদিন খবরের কাগজের প্রথম পাতায়
শিরোনাম হয়ে আসছে নারী ধর্ষণ আর 
শিশু নির্যাতনের মতো মর্মন্তুদ খবর?

আজ তো মানুষরূপী হায়েনার দল ইয়াহিয়া খান, 
টিক্কা খান আর নিয়াজীরা নেই এই বাংলার মাটিতে
তবু কেন স্বজনহারা মানুষের কান্নার ধ্বনি 
বিষাক্ত করে শ্যামল বাংলার নির্মল বায়ুকে? 
অপরাজনীতি, দুর্নীতি, ধর্ষণ, গুম আর রাহাজানিবিহীন একটি বাংলাদেশের
স্বপ্ন কবে পূর্ণ হবে, কবে প্রাণ খুলে হাসবে এ দেশের মানুষ 
কবে এ সমাজ, এ দেশ মুক্ত আলোর পথ খুঁজে পাবে
কবে হবে স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন, 
জনতার আদালতে কে মহিমান্বিত হবেন এ পবিত্র দায়িত্ব নিয়ে?

সরদার সায়িদ আহমেদ: প্রকৌশলী, নমপেন, কম্বোডিয়া।