মিলানে কনস্যুলার সেবা সপ্তাহ

ফিতা কেটে কনস্যুলার সেবা সপ্তাহের উদ্বোধন করছেন রেজিনা আহমেদ
ফিতা কেটে কনস্যুলার সেবা সপ্তাহের উদ্বোধন করছেন রেজিনা আহমেদ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্‌যাপনের লক্ষ্যে ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট কনস্যুলার সেবা সপ্তাহ পালন করছে। গতকাল মঙ্গলবার (২০ মার্চ) স্থানীয় সময় সকালে সেবাপ্রার্থী ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদ ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। কনস্যুলার সেবা ২৫ মার্চ পর্যন্ত চলবে।

কনস্যুলার সেবা প্রদান করছেন কনস্যুলেটের কর্মকর্তারা
কনস্যুলার সেবা প্রদান করছেন কনস্যুলেটের কর্মকর্তারা

রেজিনা আহমেদ সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশের এ গৌরবময় অর্জনে প্রবাসীদেরও ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি বলেন, এই সময়ে কনস্যুলেটের সকল পর্যায়ের কর্মকর্তারা দ্রুততম সময়ে সেবাপ্রার্থীদের সর্বোচ্চ সেবা দানে সচেষ্ট থাকবে।
কনস্যুলেটের কর্মকর্তারা দিনব্যাপী কনস্যুলার সেবা কক্ষে উপস্থিত থেকে দূরদূরান্ত থেকে আগত বাংলাদেশিদের নানা ধরনের তাৎক্ষণিক সেবা ও পরামর্শ দেন। দিনব্যাপী এ আয়োজনে সেবাপ্রার্থীদের জন্য আপ্যায়নের ব্যবস্থাও ছিল। যা সপ্তাহব্যাপী চলমান থাকবে। বিজ্ঞপ্তি

কনস্যুলার সেবা প্রদান করছেন কনস্যুলেটের কর্মকর্তারা
কনস্যুলার সেবা প্রদান করছেন কনস্যুলেটের কর্মকর্তারা