মুম্বাইয়ে ২৫ মার্চের গণহত্যার বিচার দাবি

বক্তব্য দিচ্ছেন মো. লুৎফর রহমান
বক্তব্য দিচ্ছেন মো. লুৎফর রহমান

ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার ভয়াবহতা স্মরণ ও আন্তর্জাতিকভাবে গণহত্যার বিচারের দাবি জানিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। গতকাল রোববার (২৫ মার্চ) উপহাইকমিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপহাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

স্টপ জেনোসাইডের একটি দৃশ্য
স্টপ জেনোসাইডের একটি দৃশ্য

এরপর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার ওপর নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইড প্রদর্শিত হয়। উপস্থিত সকলেই গণহত্যার এই বীভৎসতা দেখে বর্বরতম এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার দাবি করেন।
উপহাইকমিশনার মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে ২৫ মার্চে গণহত্যার শিকার শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশে-বিদেশে এ গণহত্যার বিষয়টির বিভিন্নভাবে প্রচারণা চালাতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি