পুরুষ চাই না, মানুষ চাই

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

পুরুষ চাই না, মানুষ চাই স্লোগান তুলি চলো

হায়েনাদের ধ্বংস হোক সমস্বরে বলো,
কতকাল আর মরবে এমন আমার বোনেরা
রাষ্ট্র কেন উদাসীন মরছে তনুরা।

তনু হত্যার বিচার নাই বিউটিরা মরে
সবুজ ঘাসে লাল কাপড়ে দুঃখগাথা চলে,
ঘটে যাচ্ছে ক্রমান্বয়ে থামার লক্ষণ নাই
এমন দেশের ছবি কেন নিত্য চলায় পাই?

গর্জে উঠুক বাংলাদেশ আরও একবার
শেষ করে দিই সকল ধর্ষক, সবাই রুখে দাঁড়াই
আমার দেশ আমার পতাকা আমরা করি বড়াই
দায়িত্ব কি শুধু রাষ্ট্রের বলো, আমরা কেন ডরাই?

সমাজটা ধ্বংসের মুখে, কোথায় মানুষ পাই
পৌরুষের ছড়াছড়ি মনুষ্যত্ব নাই,
মা কাঁদে মেয়ের শোকে পিতার বাক্য নাই
নিরাপদ একটি দেশ কবে পাব ভাই?

ড. মো. ফজলুল করিম: শিক্ষক ও গবেষক, কুমামতো বিশ্ববিদ্যালয়, জাপান।