ডালিম সন্ধ্যা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

কোথায় কোন গাছে; পাকা ডালিম ফেটেছে; আর্তনাদে!

তারই নির্যাস ছড়িয়ে আকাশে; আজ সন্ধ্যা নেমেছে।

বিলের জলে থোকা থোকা শিমুল পলাশ হিজল,
চারপাশ থেকে নুইয়ে মিশেছে; ছায়ার কাজল।
জলের শাড়ির কুচিগুলি আলগোছে খোলা,
কার কাচুলি ঢিলা—
ডুব দিয়েছে; রাত্রীপুকুরে?

অমাবস্যা কী করে খায়; পূর্ণিমার দ্রাঘিমা?
তাকেই দেখতে এসে পিছু পিছু নামে
বৃক্ষ প্রহরী, মুখর পাড়া।

নিবেদিতা পুণ্যি সঞ্চারিণী: দাম্মাম, সৌদি আরব।