আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরী

অস্ট্রেলিয়ায় আঞ্চলিক রোবটিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা
অস্ট্রেলিয়ায় আঞ্চলিক রোবটিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার হয়ে অংশগ্রহণ করবে দেশটিতে বসবাসরত তিন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী। এরা হলো নাশরাহ আলম, নাবিলা স্রোতস্বিনী ও অনুসূয়া। তারা তিনজনসহ দলটির অন্যান্য আরও ২০ জন কিশোরী সিডনির ব্ল্যাকটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আগামী ১৬ থেকে ২১ এপ্রিল টেক্সাসের হিউস্টনে এ প্রতিযোগিতার আসর বসবে। প্রতিবছরের মতো এবারের আসরেরও আয়োজক ‘ফর ইন্সপারেশন অ্যান্ড রিকগনিশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ফার্স্ট)।

এর আগে অস্ট্রেলিয়ায় আঞ্চলিক রোবটিক প্রতিযোগিতা আয়োজন করে ফার্স্ট অস্ট্রেলিয়া। গত ১১ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দক্ষিণাঞ্চলীয় (সাউদার্ন ক্রস) বিভাগে বিজয়ী হয় হর্নসবির একটি বিদ্যালয়ের সঙ্গে ব্ল্যাকটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের দল ৪৮০২। দলটি পণ্য সরবরাহের একটি স্বয়ংক্রিয় রোবট তৈরি করে এ বিজয় অর্জন করে। ৪৮০২ দলটির সঙ্গেই আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় যোগ দেবে অস্ট্রেলিয়ায় বসবাসরত এ তিন বাংলাদেশি কিশোরী। তাঁদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন তাদেরই একজনের অভিভাবক ফারহানা আফরিন খান। এদিকে দলটির এ অর্জনে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় সরকারের বিশিষ্ট ব্যক্তিরা।