বৈশাখী আলপনায় সাজবে লাকেম্বার রাস্তাঘাট

লাকেম্বার বৈশাখী উৎসবের প্রচারপত্র।
লাকেম্বার বৈশাখী উৎসবের প্রচারপত্র।

অস্ট্রেলিয়ার সিডনির বাঙালিপাড়া খ্যাত লাকেম্বায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বৈশাখী উৎসবের। এ আয়োজন উপলক্ষে লাকেম্বার রেলওয়ে প্যারেডে দেশীয় বৈশাখ উদ্‌যাপনের অংশ হিসেবে রাস্তাজুড়ে আঁকা হবে বৈশাখী আলপনা। সাজানো হবে ফেস্টুন দিয়েও। আগামী ১৪ এপ্রিল শনিবার পয়লা বৈশাখে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে উৎসব শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। এ উৎসব উপলক্ষে রেলওয়ে প্যারেড রাস্তাটিতে সকাল ৬টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। বাঙালির প্রাণের এ উৎসব পালনের সঙ্গে একাত্ম প্রকাশ করে স্থানীয় কাউন্সিল থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

লাকেম্বার এ বৈশাখী উৎসবে রেলওয়ে প্যারেডের রাস্তাজুড়ে নানা সামগ্রী নিয়ে বৈশাখী মেলাও বসবে। বৈশাখী মঞ্চে দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া স্বদেশের বৈশাখের আমেজ দিতে এ অনুষ্ঠানে স্থানীয় বাঙালিদের মধ্যে পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা বিতরণ করা হবে। লাকেম্বার এ বৈশাখী উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে সিডনির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। মেলা যৌথভাবে আয়োজন করছে বাংলা হাব ও রেলওয়ে প্যারেড ব্যবসায়ী মালিক সমিতি। স্বেচ্ছাসেবী হিসেবে থাকবে প্রবাসী সংগঠন ওপেন ফ্রেন্ডস সার্কেল। এ তথ্য জানিয়েছেন মেলাসংশ্লিষ্ট মুনির হোসেন।