শুভ নববর্ষ ১৪২৫

মঙ্গল শোভাযাত্রায় হাতি, পাখি, মহিষ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
মঙ্গল শোভাযাত্রায় হাতি, পাখি, মহিষ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

প্রতিবারই দমকা হাওয়ার বার্তা নিয়ে বোশেখ আসে 

মুমূর্ষুকে গুঁড়িয়ে দিয়ে নতুন রঙে নবীন হাসে।
সব পুরোনোই জীর্ণতা নয় প্রবীণেরাই পথ দেখায়
বোশেখ আলোর মশাল জেলে শুধরে ওঠার মন্ত্র শেখায়।
হিমচাঁপা, কৃষ্ণচূড়া, জিনিয়া, পলাশ, জারুল,
কাঠ গোলাপ, সোনালু, নাগবল্লী আরও কত ফুল।
তাল জাম জামরুল লিচু লটকন আম
মধুমাস রসে ভরা আরও কত ফলের নাম।
এসব উপহার বোশেখ আনে নতুন দিনের বার্তা সাথে
পুরান থেকে শিক্ষা নিয়ে আঁধার থেকে আলোর পথে।
সংকীর্ণতাকে গুঁড়িয়ে দিই বৈশাখেরই রুদ্র ঝড়ে
ভেতর বাইরে এক হয়ে সব দেশকে রাখি সবার ওপরে।
শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভেচ্ছা রইল সবার তরে
পান্তা ইলিশের উৎসব চলুক সবার ঘরে বছর জুড়ে।

নুরুল হুদা পলাশ: সাস্কাতুন, সাস্কাচেওয়ান, কানাডা।