প্রক্ষিপ্ত

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সূর্যবিহীন রাত-দিন, কোন আলোতে বাঁচি?

না চড়ে ওই; সুখপুরগামী দ্রুতগামী ইস্পাতি ট্রেন;
রোদের আঁচে শুধু ভিজে, কী করে, কেমন বাঁচা; বেঁচে থাকি?
কী দিয়ে দুঃখকে ঘুচি, আর কোন আনন্দে বলো; এমন মধুর হাসি?
ভালোবাসা না পেয়েও, কী করে তোমাদেরে ভালোবাসি?
সবার থেকে, সবকিছু থেকে; দূরে থেকেও,
দহন-জ্বালা কেন আর নেই?
তবে কী; পেয়ে যাচ্ছি সব অস্পর্শেই?
কেউ কী কিছু দিয়েছিলে? না তো!
কখনো তো কিছু দাওনি!
না স্নেহ, না মায়া, কামনা সাধনার কিচ্ছুই না!
তবে?
তবুও কী করে, কী নিয়ে, সুখহীন এই অরৌদ্রে,
অতৃপ্তিতে তৃপ্ত আছি?
এত নিঃস্বতায়, অপ্রাপ্তিতেও,
দিয়ে যাচ্ছে কে অফুরান?
এমন শূন্যতাতেও; কী করে পূর্ণ হয়ে উঠি?
পেতে পারে কী কেউ সেই
অলৌকিক অভীক্ষার সন্ধান?
না পেয়েও পেয়ে যায় যে,
তার দাতা কে হবে, কোন মানুষে?
না যেয়েও যে; যেতে পারে অনায়াসে,
তার যাওয়া আসায়; কে বাধা দেবে?
কী বাঁধনে বাঁধা আছি ঘাটে, কোন সে নদী তটে?
চলে যেতে পারি, তাই চলে যাই!
যেখানে যেমন খুশি, যখন যেতে চাই।
গমন অবাধ, বাধা আর নাই!
না চেয়েও পাওয়ার মতো;
শান্তি খুঁজে পাই।

নিবেদিতা পুণ্যি সঞ্চারিণী: দাম্মাম, সৌদি আরব।