অ্যারিজোনায় উৎসাহ উদ্দীপনায় বৈশাখ উদ্যাপন

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

বাঙালির বৈশাখী মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেমপি সিটির কিওনাস পার্কের চারিদিক ভরে উঠেছিল সাজ সাজ রবে। চারিদিক তাকালেই মনে হচ্ছিল রমনা বটমূল। এ যেন এক মহামিলন উৎসব। বাংলা বর্ষবরণের এই ১৫ এপ্রিল রোববার।

বৈশাখী মেলায় দর্শনার্থী
বৈশাখী মেলায় দর্শনার্থী

বর্ষবরণের আয়োজনে কোনো কিছুর কমতি ছিল না। উৎসাহের কমতি ছিল না সকলের প্রিয় ডলার ভাই, রেজা, বাশার, তানমি ভাবি ও মানসের।

বৈশাখ উদ্‌যাপনের নানা দৃশ্য
বৈশাখ উদ্‌যাপনের নানা দৃশ্য

মেলায় বসেছিল শাড়ি, জুয়েলারি, বই, শিকড় বাংলা স্কুল, ডা. সোহেলের মেডিকেল বুথ, মেহেদি ও ফেইস পেইন্ট এবং মুখরোচক সব খাবারের দোকান। প্রতিটি দোকানে ছিল উপচেপড়া মানুষের ভিড়।

বৈশাখ উদ্‌যাপনের নানা দৃশ্য
বৈশাখ উদ্‌যাপনের নানা দৃশ্য

এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ধাপে ধাপে অনুষ্ঠানটি পরিচালনা করেন তানমি ভাবি, আশফাক ও আসিফ। অসাধারণ নৃত্য পরিবেশন করেছে অহনা, সেঁজুতি ও তাদের দল। বয়রা বয়াতি ব্যান্ডের সঙ্গে নেচেছেন সব দর্শক। মনোমুগ্ধকর গানে নাচে ভরপুর ছিল অনুষ্ঠানটি।

বৈশাখী অনুষ্ঠানে আগত কয়েকজন
বৈশাখী অনুষ্ঠানে আগত কয়েকজন

আয়োজনের মূল আকর্ষণ ছিল রেজার উপস্থাপনায় র‍্যাফেল ড্র। এ পর্ব মূল অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে আগত প্রতিটি বাচ্চাকে ব্যাপের পক্ষ থেকে দেওয়া হয় নববর্ষের উপহার। সবশেষে ব্যাপের সভাপতি ডলার ভাই তার পুরো কমিটিকে সঙ্গে নিয়ে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সায়মা রেজা: অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, মেসা, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র।