সিডনিতে ক্যানসার নিরাময় তহবিল সংগ্রহে বাংলাদেশিরা

তহবিল সংগ্রহের প্রচারপত্র
তহবিল সংগ্রহের প্রচারপত্র

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১৭ বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হতে যাচ্ছে সকালের সবচেয়ে বড় নাশতা ও চা উৎসব বা অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠান। প্রতি বছর ‘সুপ্রভাত বাংলাদেশ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৯ এপ্রিল রোববার ব্ল্যাকটাউনের ভিলেজ গ্রিন মাঠে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে আয়োজিত হবে এ অনুষ্ঠান। এর মূল উদ্দেশ্য চা-নাশতার মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যানসার নিরাময়ে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ক্যানসার কাউন্সিলের তহবিলে অনুদান দেওয়া।

এ কার্যক্রমের শুরু থেকেই সহযোগিতা করে আসছেন প্রবাসী বাঙালিরা। এ তহবিল সংগ্রহের আয়োজনের অংশ হিসেবে সারা অস্ট্রেলিয়াব্যাপী বিদ্যালয়ের শিশু-কিশোরেরা বিভিন্ন অনুষ্ঠান ও চকলেট বিক্রি করে অর্থ সংগ্রহ করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও চা-চক্রের আয়োজন করে তহবিল সংগ্রহ করে থাকে। আধা বেলাব্যাপী এ আয়োজনে বাঙালিরা বিভিন্ন দেশীয় খাবার তৈরি করে নিয়ে আসেন। অন্য আগত বাঙালি পরিবারেরা তা কিনে খান। এভাবেই ক্যানসার কাউন্সিলের জন্য অর্থ সংগ্রহ করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবার এ আয়োজনে স্থানীয় রাজনীতিবিদসহ ক্যানসার কাউন্সিলের পরিচালকমণ্ডলী ও বিশিষ্টজনেরা বাংলাদেশিদের উৎসাহ জোগাতে ও ধন্যবাদ জানাতে উপস্থিত থাকেন।