বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সিডনিতে সেমিনার

সেমিনারে আলোচকেরা
সেমিনারে আলোচকেরা

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২২ এপ্রিল সিডনির ক্যান্টাবেরি লীগ ক্লাবে এ সেমিনার আয়োজন করা হয়। বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। এ ছাড়া গণতন্ত্রের সুষ্ঠু ব্যবহারে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন সেমিনারের আলোচকেরা।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শিবলী মোহাম্মদ আবদুল্লাহ। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তথ্য-উপাত্তসহ বক্তব্য উপস্থাপন করেন ড. নার্গিস বানু।
সেমিনার আয়োজন করে বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়া। এতে সভাপতিত্ব করেন মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। সভায় সংগঠনের সদস্যসহ সিডনিপ্রবাসী অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন।