সিঙ্গাপুরে বাংলাদেশিদের শ্রমিক সংহতি দিবস পালন

সিঙ্গাপুরে বাংলাদেশিদের মে দিবস পালনের একটি দৃশ্য
সিঙ্গাপুরে বাংলাদেশিদের মে দিবস পালনের একটি দৃশ্য

সিঙ্গাপুরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে গত মঙ্গলবার (১ মে) স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশ সেন্টার ও বাংলার কণ্ঠের উদ্যোগে সেন্টারের হলরুমে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক বাংলার কণ্ঠ সম্পাদক ও বাংলাদেশ সেন্টারের সিইও এ কে এম মোহসিন। সিঙ্গাপুরের নিয়মকানুন, কর্মজীবনে সাফল্যের জীবনযাত্রা নিয়ে বক্তব্য দেন রহমান গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিজনেস চেম্বারের (বিডি চ্যাম) সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। এ ছাড়া শিকাগোর হে শহরের শ্রমিকের জীবনের বিনিময়ে কর্মঘণ্টা ৮ ঘণ্টা কীভাবে এল সে বিষয়ে শ্রমিক জীবনের ধৈর্য ত্যাগ, প্রাপ্তি, বিসর্জনসহ নানা বিষয়ে বক্তব্য দেন বিডি চ্যাম সাবেক সভাপতি এম এ সবুর।

সিঙ্গাপুরে বাংলাদেশিদের মে দিবস পালনের একটি দৃশ্য
সিঙ্গাপুরে বাংলাদেশিদের মে দিবস পালনের একটি দৃশ্য

প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বাবুর পরিচালনা ও উপস্থপনায় কবিতা আবৃতি করেন আদনান শাহ, বদরুল আলম ও স্বপন ওয়াহিদ প্রমুখ। সংগীত পরিবেশন করেন ফজলুল করিম, ওস্তাদ শাহিন, সেলিম খান, শেখ সফিউদ্দিন, সেলিম রানা, নাহিদ, তরিকুল, উজ্জ্বল ও মিনহাজ প্রমুখ। মন্দিরায় ছিলেন মিরাজ উদ্দিন, ড্রামে নাজমুল, কিবোর্ডে সেলিম খান ও তবলায় ওস্তাদ শাহিন।