অস্ট্রেলিয়ায় অদ্ভুত জুতা চোর!

অ্যান্ড্রু মস্টারের বাড়ি থেকে উদ্ধার করা জুতার একাংশ
অ্যান্ড্রু মস্টারের বাড়ি থেকে উদ্ধার করা জুতার একাংশ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এক জুতা চোরকে আটক করেছে স্থানীয় পুলিশ। গত ছয় বছরে প্রায় ২ হাজার ৪০০ জোড়া বুট জুতা চুরি করেছেন ৪৪ বছর বয়সী অ্যান্ড্রু মস্টার নামের এ ব্যক্তি। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় সাত হাজার অস্ট্রেলীয় ডলার মূল্যের জুতা চুরি করেন অ্যান্ড্রু। বেশির ভাগ জুতাই রাতের অন্ধকারে মানুষের বাড়ির সামনে থেকে চুরি করা। এত দিন এই সিরিয়াল জুতা চোর রহস্য হয়েই ছিলেন মেলবোর্নবাসীর কাছে।

অভিযুক্ত অ্যান্ড্রু মস্টার (কালো চশমা পরা)
অভিযুক্ত অ্যান্ড্রু মস্টার (কালো চশমা পরা)

দীর্ঘদিনের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অ্যান্ড্রুকে আটক করে পুলিশ। মেলবোর্নের উত্তরাঞ্চলীয় শহরের অ্যান্ড্রুর নিজস্ব বাসা থেকে গ্রেপ্তার করার সময় এ–যাবৎ তাঁর চুরি করা সব জুতাই তাঁর বাড়িতে পাওয়া যায়। অ্যান্ড্রুর এ ধরনের উদ্ভট কাজের পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যের কথা জানাননি তিনি। গ্রেপ্তার হওয়ার পর চার হাজার ডলার জরিমানা করা হয় তাঁকে। তবে কোনো কারাবাস না দেওয়া হলেও তাঁকে ১২ মাস ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক এ ঘটনাকে অপরাধের চেয়ে মানসিক সমস্যা হিসেবে বিবেচনা করে রায় দিয়েছেন।

তথ্যসূত্র : সেভেন নিউজ