বার্লিনে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন

বার্লিনে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপনের একটি দৃশ্য
বার্লিনে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপনের একটি দৃশ্য

ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ ধর্মীয় মর্যাদায় জার্মানির রাজধানী বার্লিনে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধপূর্ণিমা। গতকাল রোববার (৬ মে) বার্লিনের প্রায় শতবর্ষী পুরোনো বৌদ্ধ মন্দির বুড্ডিস্টিসে হাউসে তথাগত শাক্যমুনি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের বিশেষ এই তিথি উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচি।

বার্লিনে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপনের একটি দৃশ্য
বার্লিনে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপনের একটি দৃশ্য

সকালে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া কর্মসূচির মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ ও বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা। বিকেলে আগত উপাসক ও উপাসিকাদের মহামানব বুদ্ধের দর্শন ও ধর্ম নিয়ে আলোচনায় ভিক্ষু সংঘ ও আগত অতিথিরা বলেন, পৃথিবী এখনো হিংসা, লোভ, বিদ্বেষ ও হানাহানিতে মত্ত। এমন অবস্থায় সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাব পোষণ, শীল পালন, বিদর্শন ভাবনা ও প্রজ্ঞার কোনো বিকল্প নাই। আর সবকিছুর ঊর্ধ্বে

সমবেত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একাংশ
সমবেত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একাংশ

সবার কর্ম ও কর্মফলে বিশ্বাস রেখে শুধুমাত্র নির্বাণই পারে মানব জাতিকে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি দিতে।

আলোচনা
আলোচনা

২৫৬২ বুদ্ধাব্দ পালনের এই আয়োজনে উপস্থিত ছিলেন গডুয়িন সামানারত্ন, উপুল গামাগা, ভিক্ষু মুনিন্দ ও ভান্ত পানিয়াসারাসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের উপাসক উপাসিকাসহ জার্মানরাও অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক: বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি।